Health

[Outsourcing][bleft]

Technology

[Outsourcing][bsummary]

Business

[tv][twocolumns]

Ad Code

Responsive Advertisement
Online Education And Job

এপ্রিল মাস থেকে তুর্কি ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস,তৈল ড্রিলিং শুরু করবে ফাতিহা ড্রিলিং জাহাজ।

 আল্লাহ বড় সাহায্য কারী

আবার এপ্রিল মাস থেকে তুর্কি ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস,তৈল ড্রিলিং শুরু করবে ফাতিহা ড্রিলিং জাহাজ।






ইইউ,ইউরোপ,আমেরিকা মিলে তুরস্কে ভূমধ্যসাগর প্রাকৃতিক গ্যাস,তৈল উত্তলনে বাঁধা প্রধান করেছিলো।

কিন্তুক তারা ব্যর্থ হয়েছে,তুর্কি আটকে রাখতে।

যখন তুর্কি বিহীন ইউরোপ অনিরাপদ তখন কি তুর্কি সাথে দ্বন্দ্ব মানায় না ।


বিগত দুইদিন আগে

সুলতান এরদোগানের  কাছে ইইউ,ইউরোপ প্রতিনিধিরা বয়াত গ্রহন করে, তুর্কি উপড় থেকে ভূমধ্যসাগর থেকে প্রাকৃতিক গ্যাস,তৈল উত্তলন ও তৈল রপ্তানিকারক কর্মকর্তাদের অর্পিতা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।


তাই এপ্রিল মাসে থেকে আবার প্রাকৃতিক গ্যাস,তৈল অনুসন্ধান ও ড্রিলিং শুরু করবে তুর্কি।

সেই সাথে মধ্যপ্রাচ্য তৈল বাজার ধস নামবে আর আঙ্গুল ফুলে কলা গাছ হবে তুর্কি।


তুর্কি আগামী ২০২৩ সালে লুজান চুক্তি শেষের সাথে তুর্কি আফ্রিকা,মধ্যপ্রাচ্য, এশিয়া প্রতেকটা ভূমি ও সমুদ্র গভীরে থাকা প্রাকৃতিক গ্যাস,তৈল উত্তালন করতে পারবে।

বর্তমান দখলকৃত, লিবিয়া,আজারবাইজান,সিরিয়া,সোমালিয়া ইত্যাদি দেশ মুহুত্রে প্রাকৃতিক গ্যাস,তৈল উত্তালন শুরু করতে পারবে।


তখন ইইউ,ইউরোপ,আমেরিকা শুধু চেয়ে চেয়ে দেখবে। 

No comments:

Notice Box

[tv][twocolumns]

Popular Posts